Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অফিস পরিচিতি: জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা শাখা রাজাঝির দিঘীর পশ্চিম পাড়, অফিসার্স ক্লাব সংলগ্ন, ফেনী।
বিস্তারিত

কী কী সেবা কীভাবে পাবেন

এক নজরে জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা শাখার চলতি কার্যক্রম সমূহ

(ক)   প্রশিক্ষণ কার্যক্রম

       ১. সেলাই ও এ্যামব্রয়ডারি প্রশিক্ষণ কোর্স।

       ২. ক্যাটারিং (খাদ্য প্রস্ত্ততকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কোর্স।         

       ৩. সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স।

        ৪. পোল্ট্রি উন্নয়ন প্রশিক্ষণ কোর্স

(খ)   ঋণ বিতরণ কার্যক্রম

       ১. স্ব- কর্ম সহায়ক ঋণ কার্যক্রম (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে পরিচালিত)।

       ২. মহিলাদের আত্ম- কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম।

(গ)   অন্যান্য কার্যক্রম

       ১. নারী ও শিশু পাচার রোধ এবং বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে উঠান বৈঠক।

       ২. নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম।

       ৩. জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম।

       ৪. জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ উদযাপন।

       ৫. দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্ছিত নারী, পুরুষ ও শিশুদের আইনগত সহায়তা প্রদানে সহযোগিতা করা

       ৬. তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় তথ্য প্রদান।

       ৭. অনির্ধারিত কার্যক্রম।