অফিস পরিচিতি:
জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা শাখা
রাজাঝির দিঘীর পশ্চিম পাড়, অফিসার্স ক্লাব সংলগ্ন, ফেনী।
কী কী সেবা কীভাবে পাবেন
এক নজরে জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা শাখার চলতি কার্যক্রম সমূহ
(ক) প্রশিক্ষণ কার্যক্রম
১. সেলাই ও এ্যামব্রয়ডারি প্রশিক্ষণ কোর্স।
২. ক্যাটারিং (খাদ্য প্রস্ত্ততকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কোর্স।
৩. সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স।
৪. পোল্ট্রি উন্নয়ন প্রশিক্ষণ কোর্স
(খ) ঋণ বিতরণ কার্যক্রম
১. স্ব- কর্ম সহায়ক ঋণ কার্যক্রম (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে পরিচালিত)।
২. মহিলাদের আত্ম- কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম।
(গ) অন্যান্য কার্যক্রম
১. নারী ও শিশু পাচার রোধ এবং বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে উঠান বৈঠক।
২. নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম।
৩. জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম।
৪. জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ উদযাপন।
৫. দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্ছিত নারী, পুরুষ ও শিশুদের আইনগত সহায়তা প্রদানে সহযোগিতা করা
৬. তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় তথ্য প্রদান।
৭. অনির্ধারিত কার্যক্রম।
সিটিজেন চার্টার
জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা শাখার চলতি কার্যক্রম সমূহের বিস্তারিত বিবরণ
(ক) প্রশিক্ষণ কার্যক্রমের বিবরণঃ
১. সেলাই ও এ্যামব্রয়ডারী প্রশিক্ষণ কোর্সঃ ০৪ (চার) মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রাপ্ত আবেদনকারীদের মৌখিক সাক্ষৎকারের ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। এর আসন সংখ্যা ৩০ (ত্রিশ) জন। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি অনুযায়ী দৈনিক ২০ (বিশ) টাকা হারে হাজিরা ভাতা প্রদান করা হয়। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আত্মনির্ভশীল হতে আগ্রহী মহিলাদের এ প্রশিক্ষণ কোর্সের জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় এবং তাদের চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সহায়তা প্রদান করা হয়। চলতি ৫৭ তম ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৩০ জন এবং শুরু থেকে এ যাবৎ ৫৬ টি ব্যাচে মোট ১৬৮০ জন মহিলাকে এ কমসূচীর আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুই শিফটে সকাল ৯.৩০ মিঃ হতে বেলা ১২.৩০ মিঃ ও বিকাল ১.৩০ মিঃ হতে ৪.৩০ মিঃ পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
২. ক্যাটারিং (খাদ্য প্রস্ত্ততকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণঃ এ কর্মসূচীর আওতায় ৬টি ব্যাচে প্রতি ব্যাচে ৪০ জন করে মোট ২৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে সরকারী সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এখানে বিনা খরচে ফাষ্টফুড, বেকারী, রেষ্টুরেন্ট ও চাইনিজ আইটেম শেখানো হয়েছে।
৩. পোলট্রি উন্নয়ন প্রশিক্ষণ কোর্সঃ নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ০৪ (চার) মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত ও মৌখিক সাক্ষৎকারের ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। এর আসন সংখ্যা ৫০ (পঞ্চাশ) জন। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি অনুযায়ী দৈনিক ১০০ (একশত) টাকা হারে হাজিরা ভাতা প্রদান করা হয়। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আত্মনির্ভশীল হতে আগ্রহী মহিলাদের এ প্রশিক্ষণ কোর্সের জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় এবং তাদের চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সহায়তা প্রদান করা হয়। চলতি ৩য় ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৫০ জন এবং শুরু থেকে এ যাবৎ ০৩ টি ব্যাচে মোট ১৬০ জন মহিলাকে এ কমসূচীর আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুই শিফটে সকাল ৯.৩০ মিঃ হতে বেলা ১২.৩০ মিঃ ও বিকাল ১.৩০ মিঃ হতে ৪.৩০ মিঃ পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
৪. সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সঃ বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত, কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এবং তৎপ্রণীত একটি নির্দিষ্ট সিলেবাসের আলোকে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ ও এর ভিত্তিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর মৌখিক সাক্ষতকার গ্রহন করে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। সকাল ও বিকাল ২ শিফটে প্রশিক্ষণ দান করা হয়। এর আসন সংখ্যা- ৫০ (পঞ্চাশ) জন। ৬ মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে কোর্স ফি নেয়া হয় ১,০০০/-(এক হাজার) টাকা। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয় এবং প্রয়োজনে ঋণ সুবিধা প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ৩ মেয়াদে মোট ২৭ টিব্যাচে ৯৪০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চলতি মেয়াদের ৪র্থ ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত আছেন।
(খ) ঋণ বিতরণ কার্যক্রমের বিবরণ
১. স্ব-কর্ম- সহায়ক ঋণ প্রকল্পঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে পরিচালিত এ প্রকল্পের আওতায় একটি নীতিমালার আলোকে ঋণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন জেলা কমিটির সভায় সিদ্ধান্ত ক্রমে জনপ্রতি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা থেকে একক ও দলীয়ভাবে ২০,০০০ (বিশ হাজার) টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় এ যাবত মোট ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকার বরাদ্দ পাওয়া যায় এবং যার সমস্ত বরাদ্দই ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। এ কর্মসূচীর ঋণ আদায়ের হার ৮৮%। মোট ১৩৭ জন মহিলাকে এ ঋণ বিতরণ করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা- ১৩৭ পরিবার।
২. মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ খাতে ২০০৩-২০০৪ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থ বছর পর্যন্ত মোট ২৯,৩৩,২০৯/২১-(ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার দুইশত নয় টাকা একুশ পয়সা) বরাদ্দ পাওয়া যায়। উক্ত সমূদয় অর্থসহ ঘূর্ণায়মান এ তহবিল থেকে বরাদ্দ প্রাপ্তিকাল থেকে এ যাবৎ ৮০,৯৫,০০০/- (আশি লক্ষ পঁচানব্বই হাজার ) টাকার ঋণ বিতরণ হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত একটি নীতিমালার আলোকে কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্তক্রমে এ ঋণ বিতরণ করা হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার কমিটির সম্মানিত সভাপতি। জন প্রতি ৫,০০০/-(পাঁচহাজার ) টাকা থেকে ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। মোট ঋণ গ্রহীতার সংখ্যা-৫৬৭জন এবং মোট সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৪০০০ জন। ঋণ আদায় হার ৮০%।
(গ) অন্যান্য কার্যক্রম
১. অন্যান্য কার্যক্রম সমূহের মধ্যে যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠা কার্যক্রমের আওতায় নারী ও শিশু পাচার রোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে প্রতি মাসে প্রতিটি গ্রামে এবং সংস্থার প্রশিক্ষণার্থীদের মাঝে কমপক্ষে ১টি করে উঠান বৈঠক করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা প্রাপ্তির পর এ সংক্রান্ত ২টি জনসভা, ২টি, সমাবেশ, ২টি র্যালী ও ৭৪ টি উঠান বৈঠক করে ৪৪৭৯ জন মহিলাকে সচেতন করা হয়েছে।
২. নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমের আওতায় নির্যাতিত মহিলাদের নিকট থেকে আবেদনপত্র পাওয়ার পর উভয়পক্ষকে নোটিশ করে ডেকে শালিস বৈঠকের মাধ্যমে সৃষ্ট সমস্যার নিষ্পত্তি করা হয়। আপাততঃ এরকম ১৭টি সমস্যার সমাধান করা হয়েছে এবং অসংখ্য মহিলাকে তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দান করা হয়েছে।
৩. জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ উদযাপন। এ কর্মসূচীর আওতায় সংস্থার মাধ্যমে নিন্মোক্ত দিবস সমূহ নিয়মিত ভাবে উদ্যাপন করা হয়-
৩.১. ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
৩.২ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
৩.৩ ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
৩.৪ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
৩.৫ ১৪ এপ্রিল বাংলা নববর্ষ।
৩.৬ ৮ মে মা দিবস
৩.৭ ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক
দিবস।
৩.৮ ১৯ অক্টোবর ব্রেষ্ট ক্যান্সার দিবস।
৩.৯ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস।
৩.১০ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
৫. অনির্ধারিত কার্যক্রমের আওতায় এ যাবৎ জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১বাস্তবায়ন কল্পে মানববন্ধন, ইভটিজিং বন্ধের লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা, কন্যা শিশুদের প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে মানববন্ধন এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কল্পে মানববন্ধন কর্মসুচি বাস্তবায়ন করা হয়েছে এবং সময়ে সময়ে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে জনসচেতনতা বৃদ্ধি ও অন্যান্য প্রয়োজনে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা কমিটি
ক্রঃনং |
নাম ও ফোন/ মোবাইল নং |
কমিটি পদবী |
|
০১ |
জনাব খাদিজা আক্তার খানম (রুনা) ফোন নং: ০৩৩১-৬৩৪৭৭ মোবাইল নং- ০১৬৭০-৩৫১১১৮ |
চেয়ারম্যান |
|
০২ |
জনাব নুরের নাহার মোবাইল নং-০১৮১৭-১৩০৪৫৮ |
সদস্য |
|
০৩ |
বেগম আঞ্জুমান আরা মোবাইল নং -০১৭১৬-০০৯৩৯২ |
সদস্য |
|
০৪ |
সেলিনা চৌধুরী সেলি মোবাইল নং -০১৭১৭-২৭৫৩৪০ |
সদস্য |
|
০৫ |
শামীম আক্তার মোবাইল নং -০১৭১১-৩৬৩১২৮ |
সদস্য |
মোঃ আলী হোসেন
জেলা কর্কর্া
ফোন নং- ০২৩৩৪৪৭৩৪৭৭
মোবাইল নং- ০১৭৭৭৭-৬২১৬৭২
অফিস প্রধানের নাম ও ফোন নং- জনাব খাদিজা আক্তার খানম রুনা
চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা শাখা।
টেলিফোন নং- ০৩৩১-৬৩৪৭৭
মোবাইল নং ০১৬৭০-৩৫১১১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস